Saturday, April 25, 2020

ফ্ল্যাশ ফিকশন : জাতিস্মর




একদিন হঠাৎ আমার স্মৃতি ফিরে আসতে শুরু করলো।
আবিষ্কার করলাম, কয়েকশ বছরের পুরনো স্মৃতি স্পষ্ট মনে করতে পারছি আমি। এমনকি বিপ্লবের আগের স্মৃতিও।
দেড়শ বছর আগে, দ্বিতীয় বিপ্লব সফল হওয়ার পর মহামতী বিপ্লবীরা সেই যুগান্তকারী সিদ্ধান্তটা নিয়েছিলেন। বাধ্যতামূলক অপারেশনের মাধ্যমে সবার এ পর্যন্ত সকল স্মৃতি মুছে ফেলার সিদ্ধান্ত । উদ্দেশ্য - সব বঞ্চনা, শোষণ আর শ্রেনীবিভেদের স্মৃতি, প্রভুদের স্মৃতি যেন ভুলে যায় সবাই। যেন সকলে নতুন এক স্মৃতিকুঠুরি নিয়ে জীবন শুরু করতে পারে এই বিপ্লবপরবর্তী নয়া-পৃথিবীতে।
আমার স্মৃতিস্মরণের খবর ছড়িয়ে পড়লো খুব দ্রুত। প্রথমে পাড়ার লোকজন, এরপর শহরের বাসিন্দারা ছুটে এলো আগ্রহভরে। এরপর এলো বিভিন্ন হলো-পোর্টালের সাংবাদিকরা। রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম আমি, কিছুদিনের ভেতর ডাক পড়লো বিভিন্ন টকশো আর রিয়েলিটি শোতে।
সেই থেকে আমি গল্প বলে বেড়াই, প্রদেশ থেকে প্রদেশে। কাড়াকাড়ি করে টিকেট কিনে হলভর্তি শ্রোতারা অপেক্ষা করে আমার জন্যে। তাদের আমি গল্প শোনাই, অনেক আগের অন্য এক পৃথিবীর গল্প। প্রভুদের গল্প। নিশ্চিহ্ন হওয়া অদ্ভুত দুপেয়ে প্রাণিদের গল্প, যারা পৃথিবী-অন্তঃরীক্ষ সবটা জয় করতে চাইতো।
স্মৃতি নিংড়ে সব গল্প উগড়ে দেই শ্রোতাদের কাছে। তারা সকলে মুগ্ধ হয়ে শোনে, নিগূঢ় মনযোগে।
ভুল বললাম অবশ্য, সকলে মুগ্ধ হয়না। শ্রোতাদের অনেকে আবার খুব পুরনো মডেলের, তাদের প্রসেসরের মুগ্ধ হওয়ার ক্ষমতা নেই।

০২.০৪.২০২০

 ১৩০ শব্দের এই ছোটগল্পটা লিখেছিলাম ফেসবুকে রিয়াদ ভাইয়ের #গালগল্প চ্যালেঞ্জে। নিয়ম ছিলো ১০০ শব্দের মধ্যে একটা ফ্ল্যাশ ফিকশন লিখে ফেলতে হবে। আমার কিছু শব্দ বেশি হয়েছে। চ্যালেঞ্জটা চমৎকার, ভাবছি আরও কয়েকটা এরকম লিখে ফেলবো। 

No comments:

Post a Comment