এই করনাবন্দি রোজায় যা যা হাবিজাবি কাজ করা হয়েছে তার মধ্যে কিছু কাজ তুলে দেই।
 |
অভিনেতা উইলেম ড্যাফো, দেড় দুই ঘন্টা ধরে আঁকা। |
The Lighthouse দেখে নতুন করে এই লোকের ফ্যান হয়ে গেলাম। সাধারণত আমার পোর্ট্রেইট খুব কম করা হয়, তাই সেটা ঝালাই করার চেষ্টা।
মাঝে কিছু Environmental painting করার চেষ্টা করেছিলাম। তার মধ্যে এটা বেশ সময় নিয়ে আঁকা। ভেবেছিলাম একটা কুইক পেইন্টিং করবো, দেখা গেল অনেকগুলো ঘন্টা নিয়ে ফেললো। ২০১৫র পুরনো একটা কাজের নতুন ভার্সন এটা।
 |
আগের কাজের সাথে তুলনা |
 |
এটা ৫০ মিনিটের একটা কুইক পেইন্টিং। ব্রাশ নিয়ে ঘাটাঘাটি করছিলাম। |
এটা একটা কনসেপ্ট আর্ট। ছোটবেলার একটা প্রিয় বই থেকে বেশ কিছু কনসেপ্ট ডিজাইন, ক্যারেক্টার ডিজাইন করছি। সে নিয়ে আপডেট পরে দিবো। ক্যারেক্টার স্টাডির মাঝখানেই একরাতে এই কনসেপ্ট আর্টটা করা। ইন্সপিরেশন ছিলো প্রখ্যাত আর্টিস্ট Loish এর কাজগুলা।
 |
কালার নিয়ে ঘাটাঘাটি করে দারুণ মজা পেয়েছি। |
সিএফএস এর মনন ভাই একটা লোগো চেয়েছিলেন লেটারিং বেজড, সার্ভিস শপের জন্য। সেই লোগোর কাজ।
 |
একটা বাংলা আর দুইটা ইংলিশ লেটারিং। কোনটা ফাইনাল হয়েছে জানিনা। |
এই কাজটা a2i এর জন্যে করা, একদিন উইন্ডমিলের সুমন পাটওয়ারি ভাই কল দিয়ে বললেন একটা কাজের জন্যে ফ্রি আছি কি না। সেখান থেকেই এই কাজ। সারাদেশের বিভিন্ন ফার্মেসিতে পোস্টার/ব্যানার হিসেবে ব্যবহৃত হওয়ার কথা।
No comments:
Post a Comment