Sunday, June 21, 2020

প্রিয় গ্রাফিক নভেলস


ফেসবুকে পড়ুয়াদের একটা  প্রাইভেট গ্রুপ Atheneaum এ আদ্রিতা গ্রাফিক নভেল সাজেশন চেয়ে পোস্ট দিয়েছিলো, সেই পোস্টের কমেন্টে লেখা এই সাজেশন। ভাবলাম ব্লগে তুলে দেই। 

ডিসি মার্ভেল যেভাবে কমিক কালচার আর গ্রাফিক নভেল কালচারটাকে ডমিনেট করে রাখছে, সেই জন্যে অনেক ভালো ভালো গ্রাফিক নভেল অনেকের চোখ এড়ায় যায়। স্পেশালি ইউরোপ এর গ্রাফিক নভেল কালচারটা বেশ আন্ডাররেটেড। এছাড়া ডিসি ভার্টিগো, ইমেজ আর ডার্ক হর্স পাবলিকেশনেরও বেশ কিছু সিরিজ দারুণ কিছু রান আছে। লাস্ট দশ বছরে ইন্ডিয়া থেকেও বেশ কিছু দূর্দান্ত গ্রাফিক নভেল বের হয়েছে। যাইহোক, আমার পড়া থেকে র্যান্ডমলি কিছু নাম অ্যাড করি। শুরুতে ওয়েস্টার্ন, এরপর ইন্ডিয়ান আর শেষে বাংলাদেশের কমিকস/ গ্রাফিক নভেল গুলার নাম থাকলো

( প্রায় সব ইংরেজি বই-ই ফ্রি তে পড়া যাবে read comics online . to তে । লিঙ্কটা ফেসবুকে ব্লকড, গুগল সার্চ দিলে সহজেই পাওয়া যাবে। cbr ফরম্যাটও অ্যাভেইলেবল ইন্টার্নেটে, নামিয়ে পড়তে চাইলে। তবে বাংলাদেশি গুলা অনলাইনে নাই, কিনে পড়লেই ভালো। রকমারি খোলা আছে, বাতিঘরও দেখলাম অনলাইন অর্ডারে ডেলিভারি দিচ্ছে। )

১. Watchmen - Alan Moore/ Dave Gibbons

এইটা ডিসি'র, কিন্তু ইউনিভার্স থেকে একদম আলাদা একটা স্বতন্ত্র বই। ইনসেনলি পপুলার সুপারহিরো জনরাটাকে খুবই আলাদা পার্স্পেক্টিভ থেকে দেখে লেখা, একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে। আর এতোগুলা ক্যারেক্টার একসাথে ডিল করার পরেও ( যেখানে একটা ক্যারেক্টার রীতিমতো গড), ক্যারেক্টার আর্কগুলা ইনসেনলি গুড। বেশ থটফুল, সাথে মেটাফিকশনের ইউজটাও মুগ্ধ করার মতো। এই বইটা সেরা ১০০ আমেরিকান লিটারেচার ( শুধু কমিকস না, ওভার অল) এর তালিকায় আছে। ডেভ গিবনসের আঁকা খুবই সুন্দর, সাথে খুব ডিফরেন্ট সেকেন্ডারি কালার প্যালেট।

২. V for Vendetta - Alan Moore/ David Lloyed

একটা অরওয়েলিয়ান ফিকশন, বিগ ব্রাদার আর কন্ট্রোল্ড গভার্ন্মেন্ট এর সেটিং এ লেখা। মুভিটা মোটামুটি মনেহয় সবাই-ই কমবেশি দেখে ফেলসে, বইটার এন্ডিং আলাদা। এই বইয়ের স্ক্রিপ্ট রাইটিং সবচেয়ে অসাধারণ লাগে আমার, ভিক্টোরিয়ান/এলিজাবেথিয়ান লিটারেচার, স্পেশালি শেক্সপিয়ার এর কাজ থেকে যেভাবে কোট ইউজ করা হয়েছে গাই ফক্স এর ডায়লগের জন্য। আঁকার স্টাইল বেশ আনসেটলিং আর ডার্ক, বড় বড় কালির পরতে আঁকা।

৩. Y the Last Man - Brian Vaughan

এটাও ভার্টিগো। ডিস্টোপিয়ান স্টোরির নিয়ে এতো ইন ডেপথ কাজ কমই পড়ছি। কাহিনী এক লাইনে বললে, একদিন সকালে মেইন ক্যারেক্টার ইয়োরিক ব্রাউন বাসা থেকে বের হয়ে দেখে রাস্তায় সব মানুষ মরে পরে আছে। তারপর টের পায় সব মানুষ না, সব পুরুষ। ব্যাসিকালি ওয়াই ক্রোমোজম সম্বলিত সব মানুষ মরে গেসে। কাহিনীটা যতটা হাস্যকর লাগতেসে শুনতে বইয়ে সেটা ততটাই সিরিয়াস, খুবই ভালো রিয়েলিস্টিক ডেপিকশন দেখাইসে এরকম সিচুয়েশনের, আর ক্যারেক্টার আর্কের সাথে স্টোরি প্রোগ্রেশন খুবই ভালো। বেশ লম্বা রান ছিলো এটার, ৬ বছর ধরে পাবলিশ হয়েছে, মোট ৬০টা ইস্যু। এন্ডিং নিয়ে অনেকের মতভেদ আছে, বাট জার্নিটা অসাধারণ।

৪. Persepolis - Marjan Satrapi

মার্জান সাত্রাপির অটোবায়োগ্রাফিকাল গ্রাফিক নভেল, ইরানে তার বেড়ে ওঠা আর নিজের চোখে দেখা ইসলামিক রেভুল্যুশন নিয়ে লেখা একটা কামিং অফ এইজ বই। দুই পার্টে বের হয়েছিলো ফ্রেঞ্চ ভাষায়, এখন একসাথেই পাওা যায়। গ্রাফিক নভেলের মূল উপজীব্য যে গল্পকথন, সেটা খুব ভালোভাবে বুঝা যায় এই বইটা পড়লে। অত্যন্ত সিম্পল সাদামাটা ড্রয়িং, কিন্তু এতো সিরিয়াস একটা গল্পকে অদ্ভুত সুন্দর ভাবে কমপ্লিমেন্ট করে।

৫. Habibi - Craig Thompson

প্রায় ৭০০ পৃষ্ঠার বিশাল কলেবরের উপন্যাস। এই বইয়ের প্রত্যেকটা দাগ লেখকের নিজের হাতে দেওয়া, আঁকা থেকে শুরু করে টেক্সট এমনকি, পেইজ নাম্বার পর্যন্ত। শুধু কালি দিয়ে এতো পুঙ্খানুপুঙ্খু নকশা দেখতে অবিশ্বাস্য লাগে। এইটায় ইসলামিক মিথোজ খুবই নতুনভাবে এক্সপ্লোর করা হইসে, আর অ্যারাবিক ক্যালিগ্রাফি নিয়ে যেই সুন্দরভাবে সিম্বোলিক আর ফিলোসফিকাল কিছু কাজ করসে সেইটা দেখার মতো। মূলত আরবদেশে এক ছোট্ট মেয়ের হারিয়ে যাওয়া থেকে শুরু, কাহিনী মহাকাব্যর মতোই অনেক দূর গড়ায় যায়। তবে কিছুটা ওয়েস্টার্ন পার্সপেক্টিভে অরিয়েন্টালিজমের দোষে দুষ্ট।
কিন্তু অবশ্যই হাইলি রেকমেন্ডেড একটা বই।

৬. Blankets - Craig Thompson

অটোবায়োগ্রাফিকাল কামিং অফ এইজ স্টোরি। উইসকন্সিনে দুই ভাইয়ের বেড়ে উঠার গল্প, ক্রিশ্চিয়ানিটি নিয়ে এক্সপ্লোরেশন আছে। হার্টফেল্ট একটা বই। এইটাও সাইজে হাবিবির কাছাকাছি, ছয়শো পৃষ্ঠার মতো।

৭. MAUS - Vladek Spiegelman

ওয়ার্ল্ড ওয়ার টু তে হলোকাস্টের নিয়ে একটা কন্টেম্পোরারি ক্লাসিক বই। হিটলারের রেজিমে জার্মানিতে একটা জিউ পরিবারের গল্প। এই বইটায় সব জিউরা ইঁদুর, আর জার্মানরা বিড়াল, আমেরিকানরা কুকুর।

৮. Sandman - Neil Gaiman

এটা নিয়ে আসলে ঠিকভাবে বলা যায়না। হিপনোটিক, মিস্টিকাল, ফিলোসফিকাল ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করা যেতে পারে। মিথোলজি, রিলিজিওন, হিস্টোরি, ফিলোসফি সব একাকার হয়ে মিশে গেছে গেইম্যানের লেখায়। মূল চরিত্র ড্রিম, যার আরেক নাম লর্ড মর্ফিয়াস। সে কোন গড না, প্রাণী না, ভূত না বা মানুষ না। সে একজন *এন্ডলেস*।

৯. Saga - Brian Vaughan

এপিক স্পেস অপেরা জনরার বই। মাত্র দুবছর আগে এইটার সিরিজের রান শেষ হয়েছে। ক্রিটিকদের ভাষায় 'স্টার ওয়ার্স মিটস গেইম অফ থ্রোন্স'। আমি তিন ভলিউম পড়েছি, গ্রিপিং। এতোগুলা আলদা আলাদা স্পিসিজ আর তাদের অডনেস পড়তে বেশ ইন্টারেস্টিং লেগেছে।

১০. Vyasa : The Beggining - Shibaji Bandyopadhyay/ Shankha Banerjee

ঋষি ব্যাসদেবের মুখে মহাভারতের আদি পর্বের রিটেলিং। জলরং এ দূর্দান্ত আঁকা, গ্রিপিং স্টোরি। মহাভারতের অনেকগুলা ঘটনার নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল আর লজিকাল প্রশ্ন তোলা হয়েছে। ওভারঅল স্টোরিটেলিং এর ভঙ্গিটাই খুব চমৎকার, মহাভারতের ফ্যান যে কারোরই খুব পছন্দ হওয়ার কথা।

১১. Ramayana 3392 AD - Shamik Dasgupta

সাই ফাই রেন্ডিশনে বলা রামায়ণের গল্প। ফিউচারিস্টিক বেশ কিছু টুইস্ট আছে, কাহিনীরও অদলবদল আছে। মূল প্রোটাগনিস্ট সূর্যবংশী চার ভাই, রাম, লক্ষণ, ভরত আর ধৃষ্টদ্যুম্ন। আঁকা তেমন ভাল্লাগেনাই। ওভার অল মোটামুটি বই, রামায়ণের খুব ভক্ত হলে পড়ে দেখা যেতে পারে।

১২ পঞ্চ রোমাঞ্চ - কাজী আনোয়ার হোসেন/ ঢাকা কমিক্স ( বাংলাদেশ)

অ্যান্থোলজি গ্রাফিক নভেল। ৭০ দশকের কাজীদার দূর্দান্ত অ্যাডাপটেশনের ৫টা ডিফরেন্ট গল্প, ৫ জন আর্টিস্টের আঁকায়। খুবই ফ্রেশ রিড। স্পেশালি প্রথম গল্পটা, 'অন্য কোনখানে' তে আরাফাত করিমের আঁকা আদারওয়ার্ল্ডলি। (পান ইনটেনডেড)

১৩. রিশাদ ট্রিলোজি - ঢাকা কমিক্স ( বাংলাদেশ)

সাইফাই একটা তিন বইয়ের সিরিজ, এখন একসাথে পাওয়া যায়। ভালো-খারাপ এর বাইনারি ডেফিনিশনকে একটু অন্যভাবে দেখা একটা গল্প। এক্সপেরিমেন্টাল আঁকার স্টাইলটা বেশ মজার।

১৪. দূর্জয় - তৌহিদুল ইকবাল সম্পদ/ ঢাকা কমিক্স ( বাংলাদেশ)

এটা এখনো ১৪ ইস্যু পর্যন্ত অনগোয়িং, শেষ হয়নাই। অ্যাকশন ক্রাইম থ্রিলার জনরার, ভিজিলান্টিও বলা যায়। ধুন্ধুমার অ্যাকশন, আর লোকাল এলিমেন্ট ইউজ করে বলা গল্প। বাংলাদেশি সিরিজ হিসাবে ওয়ার্থ আ ট্রাই।

১৫. লাইলী - শাহরিয়ার খান/ পাঞ্জেরী ( বাংলাদেশ)

ভায়বহ হিউমারাস। এক মারদাঙ্গা মেয়ের গল্প, কমেডি ড্রামা। পুরানো বই, মেইবি ২০০৮ সালের। তাই শাহরিয়ার এর শুরুর দিকের বেসিক আলীর হিউমার এর মতোই গোল্ড।

১৬. কিউব - শাহরিয়ার খান/ পাঞ্জেরী ( বাংলাদেশ)
 
সাই ফাই কমেডি বলা যায়। তার অন্যান্য বইগুলার চেয়ে খুবই আন্ডাররেটেড। সিরিয়াস সাইফাই এলিমেন্টের সাথে এতো হিউমারাস ডায়লগস আর ক্যারেক্টারের মিশেল খুব বেশি দেখিনাই।

১৭. Lathial - Mighty Punch Studios ( বাংলাদেশ) 

**বাংলাদেশি ইংরেজি কমিক, হাই ফ্যান্টাসি জনরা। এই ইউনিভার্সে সব রকম দেশি ফোকলোর/রূপকথার ক্যারেকটার কোএক্সিস্ট করে। Vangala রাজ্যে Xatigan বন্দরে একটা সরাইখানা থেকে গল্পের শুরু, গল্পে একে একে যোগ হয়েছে লালকমল-নীলকমল, ডালিম কুমার, বাবুরাম সাপুড়ে সহ আরও অনেক দেশি ক্যারেক্টার্স। বেশ ফ্রেশ আর ইন্টারেস্টিং অ্যাপ্রোচ।

No comments:

Post a Comment