Thursday, July 30, 2020

কমিক্স প্রজেক্ট - Bangladeshi Folk Stories

গতমাসে মেহেদী ভাই জিজ্ঞেস করেছিলেন একটা কমিক্সের প্রজেক্ট আছে, করবো কিনা। একটা অর্গানাইজেশনের জন্য মোট ৫টা অ্যান্থলজি কমিক বই হবে, নির্দিষ্ট টপিকের কয়েকটা ছোট কমিক্স থাকবে প্রতিটা বইয়ে। পুরান ঢাকার ইতিহাস, বাংলাদেশী লোকগাঁথা, সংস্কৃতির ইতিহাস, আদিবাসী লোকগাঁথা - এরকম কয়েকটা টপিক। একবাক্যে দেশি Folk Stories টাই বেছে নিলাম, এটায় মনসামঙ্গল, গাজী কালু চম্পাবতী, মহুয়ার পালা - এমন দারুন সব গল্প আঁকার সুযোগ আছে বলে। 

আঁকতে গিয়ে খুবই মজা পাচ্ছি, আর বুঝলাম ড্রয়িং স্কিল যেমনই হোক না কেন, ভালো কমিক্স আঁকতে হলে কমিক্স আঁকার আলাদা প্র্যাকটিসই প্রয়োজন।  

বিভিন্ন গল্প থেকে কয়েকটা পেইজ তুলে রাখি, প্রজেক্ট শেষ হলে আলাদা ব্লগ পোস্ট দিবো এ নিয়ে। 
বেহুলার প্রাথমিক ক্যারেক্টার ডিজাইন, 
ছোটদের স্টাইলে আঁকবো ভেবেছিলাম। 
কিন্তু পরা অন্য স্টাইলে গেছি। 

অহংকারী চাঁদ সওদাগর,
ছোটদের স্টাইলে। এটাও পরে বদলেছে। 




No comments:

Post a Comment